ফয়জুল্লাহ স্বাধীন,স্টাফ রিপোর্টার:
রাজধানীর মিরপুরে নির্মমভাবে নিহত যুবদল নেতা আসিফ শিকদারের জানাজা আজ (২২ জুলাই সন্ধ্যা সাড়ে ছয়টায়) মিরপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মামুন হাসান।
নিহত আসিফ শিকদার ছিলেন শাহআলী থানা আওতাধীন ৯৩নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য সচিব এবং থানা যুবদলের সক্রিয় কর্মী। তাঁর বয়স ছিল আনুমানিক ৩২ বছর।
জানাজায় বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিম্নলিখিত পোস্টগুলো দিচ্ছে নেতাকর্মীরা -
"প্রথমেই ধিক্কার জানাই মানুষ রূপী হায়নাদের, যারা রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থেকে একজন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অকুতোভয় যোদ্ধাকে তার বৃদ্ধা মা, স্ত্রী ও সন্তানের সামনে নির্মমভাবে পিটিয়ে ও ইলেকট্রিক শকের মাধ্যমে হত্যা করেছে। তার একটাই অপরাধ—সে যুবদলের রাজনীতি করত।"
"শত শত প্রাণের বিনিময়ে স্বৈরাচার বিদায় করার পরেও আজও আমাদের প্রাণ দিতে হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের হাতে। এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না।"
জানাজায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর উত্তর যুবদল ও বিএনপি’র বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পরিবার ও স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
নিহতের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে এনে জানাজার পর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
এই হত্যাকাণ্ডে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।