নিজস্ব প্রতিবেদক
তেজগাঁও থানাধীন ২৭নং ওয়ার্ডের মনিপুরীপাড়ায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সাবেক কমিশনার এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান জ্যেষ্ঠ সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার।
সভায় উপস্থিত এলাকাবাসী তাঁদের নানা সমস্যার কথা তুলে ধরেন-যেমন রাস্তাঘাটের বেহাল অবস্থা, ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা, বিদ্যুৎ ও পানির অনিয়মিত সরবরাহসহ দৈনন্দিন নাগরিক দুর্ভোগ। এসব বিষয়ে মনোযোগ সহকারে শুনে আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, মানুষের সমস্যাই আমার রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। এই এলাকার প্রতিটি নাগরিক যেন মৌলিক সুযোগ-সুবিধা পায়, সেটি নিশ্চিত করতে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এল রহমান ও মোজাম্মেল হোসেন সেলিম, সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি; তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দিন হায়দার আরজু।
এছাড়া উপস্থিত ছিলেন তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন মাহমুদ দুলাল ও ইঞ্জিনিয়ার কাজী সাহাদাৎ হোসেন বাবু। সভাটির সভাপতিত্ব করেন মোসাদ্দেকুর রহমান, এবং সঞ্চালনায় ছিলেন ইমাম উদ্দিন ভূঁইয়া ইমন, যুগ্ম আহ্বায়ক, তেজগাঁও থানা বিএনপি।
মতবিনিময় সভায় তেজগাঁও থানা ও ২৭নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভা শেষে আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, এই এলাকার জনগণ আমার শক্তি। তাদের প্রত্যাশা পূরণই আমার দায়িত্ব ও অঙ্গীকার।
###