সংবাদদাতা মো:রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা পুলিশ কতৃক -২০(বিশ)গাঁজা ওএকটি প্রাইভেটকার সহ ০১ জন মাদক কারবারী গ্রেফতার।
আজ ২০/০৯/২০২৫)সেপ্টেম্বর রাত ২১.৩০ ঘটিকায় কসবা থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালীন কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা এলাকা হতে ০১ মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ২০(বিশ) কেজি গাঁজা ও মাদক বহনে ব্যবহৃত ০১ একটি সাদা রংয়ের TOYOTA-M প্রাইভেট কার উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে।কসবা ইউনিয়নের আকছিনা এলাকাবাসী বাল্য মতে , দীর্ঘদিন ধরে এই চক্রটি অবৈধ এই এলাকা দিয়ে মাদক দ্রব্য আনা নেওয়া করছে।কসবা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিগন বলেন, এদের সাতে জারা জরিত আছে, অতি শীগ্রই আইনের আওতায় আনা উচিত।এবং তাদের কঠিন শাস্তির দাবিজানায়,কসবার জন সাধারণের দাবী ।এই মাদক কারবারীএদের জন্য আমাদের এলাকায় যুব সমাজ নষ্টের পথে চলে যাচ্ছে। এলাকাবাসী দাবী যে কোন মূল্যে এলাকা মাদক মুক্ত করা চাই।
এবং আমাদের কসবা ইউনিয়নের আকছিনা এলাকায় কেউ জদি মাদক মাদক কারবারীদের সাথে জরিত থাকে তা হলে গণ্যমান্য ব্যক্তিরা এদেরকে বিচারের আওতায় আনতে হবে,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। তাদের সাথে সিন্ডিকেট করে লিডার ভিত্তিক মাদক ব্যবসা করছে বলে ধারনা করছে।তাদের কে আইনের আওতায় আনাহলে মাদক মুক্ত হবে অত্র এলাকা।
আটক কৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ০১ নং আসামি মো:আবুল কাসেম আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা:
১। মোঃ আবুল কাশেম(৬০)
পিতা: মোঃ তারা মিয়া
সাং-চরলক্ষীপুর
থানা- মাদারীপুর সদর
জেলা –মাদারীপুর।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।