সংবাদদাতা: মোঃ রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া ।
বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বাদ জুমা জেলা শহরের প্রধান সড়কে এই কর্মসূচি পালিত হয়।
জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম কাসেমী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া সদর-বিজয়নগর আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহসিনুল হাসান।
তিনি তার বক্তব্যে বলেন, “২০১৩ সালের শাপলা চত্বরে এবং ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনে সহস্রাধিক আলেম-ছাত্রের রক্ত ঝরানো হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনেও শহীদ হয়েছেন আবু সাঈদ, মীর মাহফুজ, ফতেহপুরীসহ দেড় হাজারের অধিক আন্দোলনকারী। আহত ও পঙ্গুত্ববরণ করেছেন আরও হাজার হাজার কর্মী।”
তিনি আরও বলেন,“যতদিন পর্যন্ত গণহত্যার বিচার না হবে, ততদিন আমাদের কর্মীরা ঘরে ফিরবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বিচার দেখেতে চাই।”
বিক্ষোভে আরও বক্তব্য রাখেন—জেলা সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা গাজী আবু ইউসুফ মাহমুদী,জেলা সমাজকল্যাণ সম্পাদক কারী সাইফুল ইসলাম,জেলা নির্বাহী সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম ফারুকী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা সাইফুল্লাহ বিন আনসারী, ছাত্রনেতা জোবায়ের আহমদ
এসময় বক্তারা অবিলম্বে '২০২৪ সালের আন্দোলনে নিহতদের' বিচার ও আহতদের পুনর্বাসনের দাবি জানান।