সংবাদদাতা মোঃ রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া।
আজ(১/১০/২০২৫)বুধবার ব্রাহ্মণবাড়িয়া (কোট রোড)-এফ এ টাওয়ারের পিছনে আগুন।ধারণা করা হচ্ছে কোনো ধূমপান থেকে ঘটনাটি ঘটতে পারে। মার্কেটের ব্যবসায়িক বলেন, এ থেকে মার্কেটে ধোঁয়া ছড়িয়ে পড়ে। দ্রুতগতিতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মার্কেটের ব্যবসায়িকদের কাছ থেকে জানা যায়। কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এভাবে মার্কেটে যে অগ্নিনিবাপক ব্যবস্থা নেই,তা কিন্তু প্রতিয়মান। ব্রাহ্মণবাড়িয়া শুধু এফ এ টাওয়ারের নয় শহরের প্রতিটি ভবনে অগ্নিনওবাপক ব্যবস্থা নিশ্চিত করা হওক।