কলাপাড়া প্রতিনিধি:মোঃ রহিম শিকদার,,,
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি কখনো দখলের রাজনীতি করে না, মানুষের মন জয় করেই রাজনীতি করে। মানুষ যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবারই বিএনপি ক্ষমতায় এসেছে। আস্থার কারণেই মানুষ বিএনপির পাশে দাঁড়ায়।শনিবার (১১ অক্টোবর) বিকেলে পটুয়াখালীর কুয়াকাটার মুসুল্লিয়াবাদ ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে লতাচাপলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিগত সরকারের সমালোচনা করে এবিএম মোশাররফ হোসেন বলেন, বিগত ১৫ বছর ধরে আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। দিনের ভোট রাতে সম্পন্ন করেছে, আর লুটপাটের রাজত্ব কায়েম করেছে। ক্ষমতা হারানোর ভয়ে তারা একসময় দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছিল।তিনি বলেন, প্রতিশোধের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। আমি কুয়াকাটায় পাঁচবার রাজনৈতিক সভায় অংশ নিতে এসে হামলা ও মামলার শিকার হয়েছি। বর্তমান কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লীকেও আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে রক্তাক্ত জখম করেছে। তখন আমরা জনগণের কথা বলার সুযোগ পাইনি। নেতাকর্মীদের সবসময় জনগণের পাশে থাকতে হবে, আর কেউ যদি অন্যায় করে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতাননের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সেলিম হাওলাদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ মুসুল্লী, কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ ও কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান প্রমুখ।সভায় কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটা পৌরসভা এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।