মোঃ গুলজার রহমান ক্রাইম রিপোর্টার বগুড়া
বগুড়া সিভিল সার্জন অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়া সকাল ৯:৩০ মিনিটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধন করেন জনাব হোসনা আফরোজা, জেলা প্রশাসক, বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদান আল মুসা, (পিপিএম) পুলিশ সুপার, বগুড়া এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন, বগুড়া।
সারাদেশে সরকারের ‘সম্প্রসারিত টিকাদান কর্মসূচি’ (ইপিআই)-এর আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশু ও কিশোরকে এক ডোজের টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) দেওয়া শুরু হয়েছে।
রোববার (১২ অক্টোবর) থেকে একযোগে শুরু হওয়া এই বিনামূল্যের টিকাদান কর্মসূচি চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টাইফয়েড প্রতিরোধে এই টিকা ৯৫ শতাংশের বেশি কার্যকর।
ইপিআই সূত্রে জানা গেছে, এক ডোজ ইনজেকটেবল টিসিভি টিকা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে। গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায় বাংলাদেশে এই টিকা সরবরাহ করা হয়েছে।