সংবাদদাতা মো: রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া।
**"মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি"** - এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর ২০২৫, বুধবার, জেলা প্রশাসন ও বিআরটিএ, ব্রাহ্মণবাড়িয়ার যৌথ উদ্যোগে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে আয়োজিত হয় এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভাটি শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াত ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে। এর আগে, নিরাপদ সড়ক চাই (নিসচা) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ডাকবাংলোর সামনে থেকে একটি র্যালি বের হয়, যা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালিতে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা পুলিশ সুপার এবং বিআরটিএ'র কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ দিদারুল আলম। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব এহসান মুরাদ। বিআরটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) জনাব ফারুক আলম।
এছাড়াও, নিসচা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সম্মানিত চেয়ারম্যান জনাব সাদেকুল ইসলাম সাহেবসহ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবহন মালিক সমিতির সদস্যবৃন্দ এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা নিরাপদ সড়কের গুরুত্ব তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারের ওপর জোর দেন। বিআরটিএ’র সহকারী পরিচালক জনাব ফারুক আলম তার বক্তব্যে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের আর্থিক সহায়তার কথা উল্লেখ করেন। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণকারী ব্যক্তির পরিবারকে ৫ লক্ষ টাকা, গুরুতর আহতদের ৩ লক্ষ টাকা এবং সাধারণ আহতদের ১ লক্ষ টাকা প্রদান করা হয়। এই সহায়তার জন্য জেলা বিআরটিএ কার্যালয়ে ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের সদস্যদের হাতে চেক হস্তান্তর করা হয়। এই উদ্যোগ নিরাপদ সড়ক নিশ্চিত করতে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকারের অঙ্গীকারের একটি প্রতিফলন।