মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর :
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। রবিবার (১৩ অক্টোবর) সকালে নলডাঙ্গা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় ফায়ার সার্ভিসের সচেতনতামূলক মহড়া। নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রুস্তম আলীর নেতৃত্বে একটি চৌকস দল ভূমিকম্পকালীন উদ্ধারকাজ ও অগ্নিনির্বাপণ কৌশল প্রদর্শন করেন। মহড়ায় স্থানীয় জনগণ, শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের মধ্যে দুর্যোগ মোকাবিলায় আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি পায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল ইসলাম, কৃষি কর্মকর্তা কিষোয়ার হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রতিবছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী “আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস” পালিত হয়। এ দিবসের লক্ষ্য হলো—জনগণের মধ্যে দুর্যোগের ঝুঁকি হ্রাস, সচেতনতা বৃদ্ধি এবং প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা ও প্রস্তুতি জোরদার করা। নলডাঙ্গায় আয়োজিত এ দিবসের কর্মসূচি দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সমন্বিত উদ্যোগের গুরুত্বকে আরও একবার স্মরণ করিয়ে দিল।