-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। দ্বি-বার্ষিক কমিটিতে ইনডিপেনডেন্ট টিভির টাঙ্গাইল প্রতিনিধি মো. মামুনুর রহমান সভাপতি এবং যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট শামীম আল মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার ১৮ অক্টোবর রাতে টাঙ্গাইল প্রেসক্লাবের শাহীন স্মৃতি পাঠাগার মিলনায়তনে এ কমিটি গঠিত হয়। আরটিভির স্টাফ রিপোর্টার কাজী জাকেরুল মওলার সভাপতিত্বে এক সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কমিটির বাকি সদস্যরা হলেন- সহ সভাপতি মো. আবু জুবায়ের উজ্জল (বিজয় টিভি), কাদির তালুকদার ( সময় টিভি ), ও আহমেদ রাসেল (এসএ টিভি ), যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. মাসুদ রানা ( চ্যানেল ২৪ ), সুমন খান বাবু ( দীপ্ত টিভি ), অভিজিত ঘোষ ( দেশ টিভি ), কোষাধ্যক্ষে মো. সোহেল রানা (জিটিভি ), সাংগঠনিক সম্পাদক নওশাদ রানা সানভী (এটিএন নিউজ ), সাহিত্য সম্পাদক পদে রুমি আক্তার পলি ( গ্লোভাল টিভি ), ক্রীড়া সম্পাদক পদে কাউসার আহমেদ ( এখন টিভি ), দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল নোমান (নাগরিক টিভি )।
এছাড়াও কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দরা হলেন, মো. মুসলিম উদ্দিন আহমেদ ( চ্যানেল আই ), মো. হাবিবুল্লাহ কামাল ( বাংলা টিভি ), কাজী তাজ উদ্দিন রিপন( একুশে টিভি ), মো :আনোয়ার হোসেন টুটুল ( মোহনা টিভি ) মেহেদি হাসান মৃদুল (আনন্দ টিভি ।