মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের মহেশপুরে ভ্যান চালকের গলা কেটে আহত করে পাখি ভ্যানগাড়ি ছিনতাই হয়েছে।
ভ্যানচালক হলেন উপজেলার ফতেপুর ইউনিয়নের পুরন্দরপুর গ্রামের নজরুল ইসলামের ছোট ছেলে জাহিদুর রহমান (২১)। জানাগেছে, মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৭ টার দিকে এস'বিকে ইউপির বজরাপুর গ্রামের সুলতানের ছেলে সবুজ পাকিভ্যানটি নিয়ে খালিশপুর থেকে সাবদালপুর ভাড়ায় য়ায়।এসময় ভ্যানে থাকা ২ জন যাত্রী বিভিন্ন দিকে ঘুরাঘুরি করে সন্ধায় খালিশপুর বাজারে ফিরে আসবে বলে। পথিমধ্যে কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর ইউনিয়নের চতুরপুর গ্রাম নামকস্থানে পৌঁছালে যাত্রী সেজে বসে থাকা ঐ ২ জন ভ্যানচালক জাহিদুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে রাস্তার পাশে একটি মেহগুনি বাগানের মধ্যে ফেলে রেখে পাকিভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
এসময় আহত ভ্যান চালকের চিৎকারে পথচারিরা শুনতে পেয়ে মেহগনি বাগান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এব্যাপারে আহত ভ্যানচালক জাহিদুর রহমান জানান এসবিকে ইউনিয়নের বজরাপুর গ্রামের সবুজ তার গলায় ধারালো অস্ত্র আঘাত করে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় কোটচাঁদপুর একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।