মোঃ দিদারুল ইসলাম
দাউদকান্দি প্রতিনিধি
কুমিল্লা দাউদকান্দি উপজেলার, মারুকা ইউনিয়নের , চক্রতলা থেকে মনগৈর ও মারুকাগামী প্রধান সড়ক বৃষ্টির কারণে দীর্ঘদিন যাবত খানাখন্দে ভরে মানুষ চলাচলে সম্পূর্ণ রূপে অনুপযোগী হয়ে পরে। এই সড়ক দিয়ে দৈনিক ১৫ হাজারেরও অধিক মানুষ চলাচল করে। সড়ক টি যখন মানুষ চলাচলে অনুপযোগী হয়ে পরে ঠিক তখন , দাউদকান্দি উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর, যুব বিভাগের সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন তালুকদার নিজ উদ্যোগে সড়কটি মেরামত করার দায়িত্ব নেন। ১৪ অক্টোবর, মঙ্গলবার সারাদিন লেবারের সাথে থেকে সড়ক টি মেরামত করে মানুষ চলাচলে উপযোগী করে তোলেন। এই সময় মোঃ ইসমাইল হোসেন তালুকদার স্থানীয় সাংবাদিকদের বলেন, কুমিল্লা -১ বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, মোঃ মনিরুজ্জামান বাহ্লুল ভাইয়ের নির্দেশনায় আমরা এই মানবিক কাজগুলো করছি , এবং ভবিষ্যতে করে যাবো ইনশাল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন, সালাউদ্দিন মোল্লা ,মেম্বার পদপ্রার্থী ৩ নং ওয়ার্ড, মোহাইমিনুল ইসলাম, সভাপতি ৪ নং ওয়ার্ড, কাজী জাহিদ হাসান, সভাপতি যুব বিভাগ ৪ নং ওয়ার্ড, আরো উপস্থিত ছিলেন মারুকা ইউনিয়নের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।