শেখ মোঃ হুমায়ুন কবির, চিফ রিপোর্টার।
আল্লাহুম্মা রাব্বান নাস, আযহিবিল বাস, ইশফি আনতাশ শাফি, লা শিফায়া ইল্লা শিফাউক, শিফাআন লা ইউগাদিরু সাকামা"
অর্থ হলো, "হে আল্লাহ মানুষের রব্ব, কষ্ট দূর করে দিন। আপনি শিফা দানকারী, আপনার শিফা ছাড়া আর কোনো শিফা নেই। এমন শিফা দান করুন যা কোনো রোগ অবশিষ্ট না থাকে।
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা'র সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বি,সি,পি,সি) কেন্দ্রীয় কমিটি'র প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান, শারীরিক ভাবে গুরুতর অসুস্থ্য। তার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন, তার সহধর্মিণী ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা'র প্রকাশক আছিয়া রহমান।
সকলের কাছে দোয়া চেয়ে তিনি বলেন, তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি ও আরোগ্য কামনায় পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী সাংবাদিক, শুভানুধ্যায়ী ও প্রিয় পাঠকসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করছি। আপনারা সকলেই দোয়া করবেন, পরম করুণাময় দয়ালু মেহেরবান মহান আল্লাহ্ তা'য়ালা যেন, উনাকে তাঁরাতাঁরি পরিপূর্ণ সুস্থতা দান করেন, আমিন।
খান সেলিম রহমান এর সুস্থতা কামনায় আরও দোয়া চেয়েছেন। জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা'র সিনিয়র সহ-সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বি,সি,পি,সি) কেন্দ্রীয় কমিটি'র সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা'র নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বি,সি,পি,সি) কেন্দ্রীয় কমিটি'র সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন বাবু, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা'র সহ-বার্তা সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বি,সি,পি,সি) কেন্দ্রীয় কমিটি'র শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়ারেছ আহাম্মেদ ভূঁইয়া, দৈনিক আমাদের দর্পণ এর সম্পাদক মোঃ আতিকুর রহমান এলএলবি, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা'র চিফ রিপোর্টার ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বি,সি,পি,সি) কেন্দ্রীয় কমিটি'র দপ্তর সম্পাদক শেখ মোঃ হুমায়ুন কবির, শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম সহ আরও অনেকে।