জিল্লুর রহমান
জেলা প্রতিনিধি, শরীয়তপুর
দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় সাবেক সেচ্ছাসেবক লীগ নেতা লিটন কবিরাজকে গ্রেপ্তার করেছে জাজিরা থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, লিটন কবিরাজ দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্ম ও অনিয়মে জড়িত থাকার অভিযোগে আলোচনায় ছিলেন। স্থানীয়ভাবে তিনি সেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং অতীতে সংগঠনের গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন।
জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,
“গোপন সংবাদের ভিত্তিতে লিটন কবিরাজকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে এবং বিস্তারিত যাচাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় এলাকাবাসীর দাবি, লিটন কবিরাজ দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তবে তার ঘনিষ্ঠ মহল দাবি করছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে টার্গেট করা হচ্ছে।
এদিকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ কেউ পুলিশের এ পদক্ষেপকে “সাহসী ও সময়োপযোগী” বলে মন্তব্য করেন, আবার অনেকে এটিকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলেও আখ্যা দেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্থানীয় পর্যায়ে প্রভাবশালী সাবেক নেতাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান বর্তমান প্রশাসনের জিরো টলারেন্স নীতির প্রতিফলন।
পুলিশ জানিয়েছে, লিটন কবিরাজকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।