জিল্লুর রহমান
জেলা বিশেষ প্রতিনিধি, শরীয়তপুর
দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ মিলন শেখ (২৮) নামের এক যুবককে আটক করেছে জাজিরা থানা পুলিশ।
গ্রেফতারকৃত মিলন শেখ মূলনা ইউনিয়নের বড় মুলনা তালুকদার কান্দি এলাকার বাসিন্দা মোতালেব শেখের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে জাজিরা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
অভিযানের সময় পুলিশ তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন,
“মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক ব্যক্তিকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”
তিনি আরও জানান, জাজিরা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের বিরুদ্ধে কোনো প্রকার আপোষ করা হবে না।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড় মুলনা তালুকদার কান্দি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের তৎপরতা ছিল। পুলিশের এই সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকা মাদকমুক্ত হবে।