খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপা প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক সমিত কুমার মলয় দত্তের স্মরণে এক ভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে তার নিজ বাড়ীতে ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রামে এই ভোজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নিহতের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবাই প্রিয় মানুষটির স্মৃতিচারণ করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন।
দুপুরের এ ভোজে ছিল এক অনাড়ম্বর কিন্তু হৃদয়স্পর্শী পরিবেশ। উপস্থিত সকলেই সমিত কুমার মলয় দত্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার আদর্শ ও মানবিক কর্মকাণ্ডের স্মৃতি স্মরণ করেন।
গলাচিপা অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আবেগঘন মিলনমেলায় পরিণত হয়। মরহুমের আত্মার শান্তি কামনার প্রার্থনা করেন।
তার এই স্মরণে আয়োজিত ভোজ অনুষ্ঠান গলাচিপার মানুষকে আবারও মনে করিয়ে দিয়েছে — সমিত কুমার মলয় দত্ত শুধু একজন সাংবাদিক বা শিক্ষকই নন, ছিলেন সবার প্রিয় মানুষ, যিনি আজও বেঁচে আছেন মানুষের ভালোবাসায়।