মোঃ মমিনুল ইসলাম কাশিমপুর প্রতিনিধি গাজীপুর।
গাজীপুর মহানগরের কাশিমপুরে এক সাধু সন্ন্যাসীর বিরুদ্ধে মহান আল্লাহকে নিয়ে কটুক্তির দায়ে আগামীকাল রবিবার কাশিমপুর থানায় গণজমায়েত মামলা দায়ের প্রস্তুতি করেছে ধর্মপ্রাণ সাধারণ জনগণসহ ওলামা মাশায়েখ পরিষদ।
কটুক্তি জবাবে প্রতিবাদ এবং আইনগত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে আগামীকাল রবিবার ৭-১২-২৫ ইং তারিখে অনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে।
তথ্যসূত্রে জানা যায়, গাজীপুর মহানগর কাশিমপুরে সাধু নগর নামক এলাকায় এক সাধু ব্যক্তি (রমজান আলী রঞ্জু সাধু) মহান আল্লাহকে নিয়ে অত্যন্ত আপত্তিকর ও নেককারজনক বক্তব্য প্রদান করেছেন । যা মুসলমানদের বুকে এবং ধর্মীয় অনুভূতিতে গভীরভাবে আঘাত হেনেছে।
এর প্রতিবাদস্বরূপ সকল তৌহিদি জনতা সহ ধর্মপ্রাণ মুসলমানদের রবিবার আসরের নামাজের পর কাশিমপুর থানায় প্রতিবাদ সভা ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি পর্ব চলছে।
মেহমান হিসেবে উপস্থিত থাকবেন সারদাগঞ্জ বড় মাদ্রাসার বড় হুজুর, মাওলানা ইদ্রিস সাহেব, সাইফুল ইসলাম পাঠান সাহেব প্রমুখসহ আরো অনেকে। এছাড়াও উপস্থিত থাকবেন কাশিমপুরের সম্মানিত সকল ওলামা মাশায়েখ নেতৃবৃন্দগণ। সকলকে শান্তিপূর্ণ ও শালীনতা বজায় রেখে উক্ত প্রতিবাদ সমাবেশ উপস্থিত থাকার আহ্বান করেছেন।