মোঃ মমিনুল ইসলাম । কাশিমপুর প্রতিনিধি।
গাজীপুর মহানগর কাশিমপুরে আঠারো বছর বয়সী এক মেয়ের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ঘটনাটি ঘটেছে গত ৮/১২/২০২৫ইং রোজ শনিবার রাতে।
নিহত মেয়েটির নাম জুই আকতার। বয়স ১৮ । তার স্বামীর নাম আরাফাত হোসেন। সে টেইলারের দোকানি জহুরুল হকের মেয়ে।
স্থানীয় তথ্য সূত্রে জানা যায় নিহত মেয়েটির বাবা-মা আল আমিন নামক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। কিছুদিন আগে মেয়েটি বাবার বাড়িতে বেড়াতে আসে। কিন্তু শনিবারের দিন তার বাবা মা খাওয়া-দাওয়া সেরে যে যার মতো কাজে চলে যায়। এরই সুযোগে নিহত জুঁই ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকে বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক খুবই দ্রুত তার পরিবারকে জানিয়ে দেয়।
নিহত জিয়ের বাবা-মা তাৎক্ষণিকভাবে এসে মুমূর্ষ অবস্থায় শ্রীপুর কেপিজে হাসপাতালে নেন। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর থানা পুলিশ বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে হাসপাতালে যান এবং সুরতহালের জন্য তাজউদ্দিন মেডিকেলে মর্গে পাঠানো হয়।
স্থানীয়রা জানান তার মাথায় সমস্যা রয়েছে সে মানসিক ভারসাম্যহীন এই কারণে ঘটনা হতে পারে বলে তারা মনে করেন।
তার বাবার বয়ান অনুযায়ী জানা যায় তার মেয়ে বেশ অনেকদিন ধরেই মাথার সমস্যা ছিল। অনেক চিকিৎসা করানো হয়েছে কিন্তু সমস্যা রয়েই গেছে। এই কারণেই এমন ঘটনা হতে পারে বলে তিনি মনে করেন।
কাশিমপুর থানা পুলিশের তথ্য অনুযায়ী ময়না তদন্ত করে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।