কক্সবাজার বিশেষ প্রতিনিধ এসএম জসিম
কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক টেকনাফের সুলাইমানকে অপহরণ,ধর্ষণ,হত্যা ও গুমের দায়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড দেওয়ার রায় দিয়েছেন বি আাদালত। মঙ্গলবার( ২৬ আগস্ট) দুপুরে এ ঐতিহাসিক রায় দেন বিচারক মোহাম্মদ ওসমান গণি। ভুক্তভোগী ছিলেন মহেশখালী মাতারবাড়ির বাসিন্দা। কক্সবাজার আইনজীবীর সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদুল আনোয়ার ও রাষ্ট্রপক্ষের আইনজীবী মীর মোশাররফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র অনুযায়ী জানা যায়,পরিকল্পিতভাবে ভুক্তভোগীকে অপহরণ করে ধর্ষণ ও হত্যার পর লাশ গুম করে সুলাইমান। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের পর আদালত তাকে দোষী সাবস্ত করে। রায় ঘোষণার সময় আদালত বলেন, এ ধরনের নেককার জনক ঘটনা ও অপরাধ রাষ্ট্র ও সমাজে আতঙ্ক সৃষ্টি করে। এ ধরনের অপরাধীকে সর্বোচ্চ শাস্তি প্রদানের মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব।