মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ধানের শীষের পক্ষে গণ-জোয়ার সৃষ্টির লক্ষ্যে ফরিদগঞ্জে ব্যাপক গণসংযোগ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন ও অদম্য নারী পুরস্কার ২০২৫ প্রদান গলাচিপায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটচাঁদপুর মডেল থানায় নতুন ওসি মোঃ আসাদউজ্জামানের যোগদান চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপির পথসভা: জনসমাগমে মুখর আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড রূপনগরে আইনপ্রহরী — ওসির সাহসী নেতৃত্বে গ্রেফতার ৭, শান্তির বার্তা পৌঁছে দিলেন মাসুদ নানা আয়োজনে হরিণাকুণ্ডুতে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হরিণাকুন্ডুতে বেগম রোকেয়া দিবস ও অদম্য নারী পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের নামে মিথ্যা মামলা, প্রেস ক্লাবের নিন্দা কাশিমপুরে তরুণীর মৃত্যু । পরিবারের দাবি মানসিক ভারসাম্যহীন। ঝিনাইদহের হুমোদার বিলে মাছ ধরতে গিয়ে আদিবাসী যুবককে বেধড়ক মারপিট—হাতে ভাঙন, হাসপাতালে ভর্তি মাদারগঞ্জে বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শৈলকুপায় বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সম্মাননা ৬৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঢাকা-৫ আসনে নির্বাচন প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা গলাচিপায় আন্তর্জাতিক নারী ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জ–৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বদল, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা কালীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন ও অদম্য নারী পুরস্কার ২০২৫ প্রদান

এস এম জসিম বিশেষ প্রতিনিধি

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, চট্টগ্রাম এর উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ০৯ ডিসেম্বর, ২০২৫ তারিখ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও অদম্য নারী পুরস্কার-২০২৫ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলাপ্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, পুলিশ সুপার, চট্টগ্রাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চট্টগ্রাম।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জনাব আতিয়া চৌধুরী, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, চট্টগ্রাম। পরবর্তীতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নির্মিত বেগম রোকেয়া দিবসের বিশেষ ডকুমেন্টারি “আমিই রোকেয়া” প্রদর্শন করা হয়। এরপর চট্টগ্রাম জেলা পর্যায়ে অদম্য নারী পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয় এবং তাঁদের সংক্ষিপ্ত জীবন-বৃত্তান্ত উপস্থাপন করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে অদম্য নারী পুরস্কার, ২০২৫ প্রাপ্তরা হলেন:

১. ক্যাটাগরি অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী: শিপ্রা দাশ, পিতা: রতন দাশ, মা: সুশিলা দাশ গ্রাম: পূর্ব গোমদন্ডি, রোহাইপাড়া, বোয়ালখালী পৌরসভা, ওয়ার্ড-৩, জেলা: চট্টগ্রাম

২. ক্যাটাগরি শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী আসমা আকতার রুনা, পিতা: মোহাম্মদ আবদুল আলিম, মা: শাহিন আকতার, গ্রাম: বাজালিয়া, উপজেলা: সাতকানিয়া, জেলা: চট্টগ্রাম

৩. ক্যাটাগরি সফল জননী নারী: রেজিয়া বেগম, স্বামী: মোহাম্মদ হোসাইন, মা: মোহছেনা খাতুন, সেকান্দর কোম্পানীর বাড়ি, গ্রাম: মগধরা, ডাক: পেলিশ্যার বাজার, উপজেলা: সন্দ্বীপ, জেলা: চট্টগ্রাম

৪. ক্যাটাগরি নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী: জান্নাতুল আদন, পিতা: আবদুস সাত্তার, মা: শাহীন আরা বেগম, গ্রাম: পশ্চিম গটিয়াডেংগা, ডাকঘর ও উপজেলা: সাতকানিয়া, জেলা: চট্টগ্রাম

সভায় অদম্য নারী পুরস্কারপ্রাপ্ত নারীরা তাঁদের জীবন সংগ্রাম ও সাফল্য এবং সম্মাননা প্রাপ্তিতে তাঁদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলাপ্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম বলেন, আমরা সৌভাগ্যবান যে, আমাদের একজন বেগম রোকেয়া আছেন। তিনি তাঁর সময়ের প্রতিকূলতা জয় করে নারীর জন্য কিছু করার কথা ভেবেছেন, সমাজে নারীদের মর্যাদার আসন দেওয়ার জন্য কাজ করেছেন। আমাদের মেয়েরা প্রত্যেকেই একেকজন রোকেয়া। যারা সাফল্য পেয়েছেন, তাঁরা দীর্ঘসময় ধরে অনেক পরিশ্রম করে সফল হয়েছেন। এমন নয় যে, গতকাল শুরু করে আজই সফল হয়েছেন। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে, সেসব পেরিয়ে তাঁরা সফল হয়েছেন; আবার অনেকেই মাঝপথে থেমে গেছেন, সফল হতে পারেননি। আমরা যারা নারীদের জন্য কাজ করছি, আমাদের দায়িত্ব হলো এঁদেরকে হারিয়ে যেতে না দেওয়া। সামনে তুলে আনা, সফল হতে সহযোগিতা করা। তিনি বলেন, জীবন একবারই পাওয়া যায়; এই জীবনেই আমাদেরকে সফল হতে হবে। এজন্য কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। এমন নয় যে, জীবন বার বার ফিরে পাবো; একটা জীবন কোনোভাবে পার করে দিলেও পরেরবার জীবনকে সাজিয়ে নেব, সুন্দর করে শুরু করব। কাজেই আমাদের ভালো কিছু করার জন্য এই একটা জীবনকেই সুন্দর করে তুলতে হবে। কঠোর পরিশ্রম ও ইচ্ছাশক্তিকে জাগিয়েই তা করা সম্ভব হবে। নিজের মধ্যে অদম্য মনোভাব থাকতে হবে, বেগম রোকেয়া যদি পারেন, তবে আমরা কেন পারব না। তিনি সবাইকে ইচ্ছা, পরিশ্রম ও নীতিবোধের মাধ্যমে পারিবারিক জীবন যাপনের আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য বক্তব্যে জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, পুলিশ সুপার, চট্টগ্রাম বলেন, অদম্য নারী পুরস্কারপ্রাপ্তদের জীবন সংগ্রাম ও তাঁদের বক্তব্য শুনে তিনি ভীষণ অনুপ্রাণিত হয়েছেন। তিনি পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান। তিনি বেগম রোকেয়া অবদান তুলে ধরে বলেন যে, সময় ও পরিস্থিতির প্রয়োজনে একজন বেগম রোকেয়ার জন্ম হয়েছে। তিনি আরও বলেন, আমি যে কাজ করি তারচেয়ে আমার স্ত্রীর কাজগুলো অনেক কঠিন এবং অনেক বেশি পরিশ্রমের। তিনি বিশ্বের সব নারীর প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান।

সভাপতির বক্তব্য প্রদানকালে জনাব মোঃ শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চট্টগ্রাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং বিশেষ করে অদম্য নারী পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানান। তিনি উপস্থিত সবাইকে নিজের পরিবারের সন্তানদের প্রতি কোনো ধরনের বৈষম্য না করার আহ্বান জানান। পরিবারে আমরা যদি সহিংসতা ও বৈষম্য দূর করে সন্তানদের সুশিক্ষিত করতে পারি তাহলে রাষ্ট্র সুনাগরিক পাবে এবং দেশ এগিয়ে যাবে।

অনুষ্ঠানে অদম্য নারী পুরস্কার প্রাপ্তদের ক্রেস্ট, সনদ ও উত্তরীয় দিয়ে সম্মাননা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা