মোঃ রাশেদ আল শাহরিয়া স্টাফ রিপোর্টার
মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো হানাদারমুক্ত দিবস। দুই দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে শনিবার সকালে আখাউড়া কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের পর শুরু হয় বিজয় র্যালি। উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুক্তিযোদ্ধারা র্যালিটি অংশ নেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আখাউড়া কেন্দ্রীয় স্মৃতি সৌধ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে স্মৃতি সৌধ চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তারা আখাউড়া হানাদারমুক্ত হওয়ার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করেন। তাঁরা বলেন, “আখাউড়া মুক্ত দিবস শুধু একটি তারিখ নয়, এটি স্বাধীনতার ইতিহাসে আখাউড়াবাসীর বীরত্বের গৌরবময় অধ্যায়।"
আলোচনা সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে আহ্বান জানান।
দুই দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে স্মৃতি সৌধ প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। মুক্তিযুদ্ধের গান, তরুণদের পদযাত্রা ও আলোচনায় দিনটি হয়ে ওঠে স্মৃতিময়।
আয়োজকরা জানান, শান্তিপূর্ণ পরিবেশে সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় তারা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।