চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার:- মোঃ মুকুল হক।
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তা পুর উপজেলায় বোয়ালিয়া কাটিমন আম বাজার এলাকায় কাটিমন আম বাগানে থো কায়, থো কায়, ঝুলছে বারমাসি কাটিমন আম।
আবার অনেকই সিজিনিয়াল আম গাছের কাটিংয়ের মাধ্যমে জাত পরিবর্তন করে তৈরি করে নিচ্ছেন, বারমাসি কাটিমন আম গাছ।
তবে কৃষকের দাবি রাসায়নিক সার সংকট ও কীটনাশকের মুল্য এবং বাগান পরিচর্যায় খরচ বৃদ্ধি পাওয়ায় আমের সঠিক মুল্য পাচ্ছে না কৃষকরা।
কৃষকের প্রত্যাশা পূরণে বারমাসি কাটিমন আম বিদেশে রপ্তানির জোর দাবি জানান বোয়ালিয়া কাটিমন আম চাষী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, আবু সাঈদ লালান ও এলাকার কৃষকরা।